জ্বালানি তেলের দাম বাড়ায় জিনিসপত্রের দাম বাড়বে : এফবিসিসিআই সভাপতি

ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বাড়ায় জিনিসপত্রের দাম বাড়বে : এফবিসিসিআই সভাপতি

তাসলিমুল তওহিদ

জ্বালানি তেলের দাম বাড়ায় জিনিসপত্রের দাম বাড়বে বলে জানিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। আজ শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে সবকিছুর উপর প্রভাব পড়বে। তবে সরকার চাইলে একসাথে দাম না বাড়িয়ে ধাপে ধাপে সমন্বয় করতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, হঠাৎ করেই দাম বাড়ানোর ফলে মূলস্ফীতি বাড়তে পারে।

ডিজেলের দাম বাড়ায় যাতায়াত খরচ প্রতিটি ক্ষেত্রে বাড়বে জানিয়ে তিনি বলেন, রফতানিতে ধাক্কা খাওয়ার শঙ্কা রয়েছে। বিশ্ব যুদ্ধ পরিস্থিতির আগে জ্বালানি খাত থেকে সরকার যে লাভবান হয়েছে, তা দিয়ে এখাতে সমন্বয় করতো পারতো বলেও জানান এই ব্যবসায়ী নেতা। একইসঙ্গে বিশ্ব বাজারে দাম কমলে, দাম কমানোর সংস্কৃতির উপরও জোর দেওয়ার তাগিদ দেন তিনি।

 

news24bd.tv/রিমু