জয়ের জন্য মরিয়া বাংলাদেশ, আসতে পরিবর্তন!

বাংলাদেশ একাদশে আসছে পরিবর্তন

জয়ের জন্য মরিয়া বাংলাদেশ, আসতে পরিবর্তন!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায়। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দারুন জয়ের স্বাদে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও চ্যানেল নাইন।

আজকের ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশ। জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন।

কপাল পুড়তে পারে ওপেনার এনামুল হক বিজয়ের।

দীর্ঘদিন পর দলে ফিরলেও ভাল করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। তার জায়গায় ওপেনিংয়ে তামিমের সাথে সুযোগ পেতে পারেন লিটন দাস। প্রস্তুতি ম্যাচে তিনি ৭০ রানের একটি ইনিংস খেলে ছিলেন। এ ছাড়া আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

তবে ওয়েস্ট ইন্ডিজ বলছে প্রথম ওয়ানডেতে যা হওয়ার তা হয়েছে, দ্বিতীয় ম্যাচে ছাড় দিতে নারাজ তারা। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জিততে মুখিয়ে ক্যারিবিয়ানরাও। দরকারে সর্বাত্মক শক্তি প্রয়োগ করবেন তারা। বাঁচামরার ম্যাচে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সে ক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন কায়রন পাওয়েল অথবা কিমো পল। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন রোভম্যান পাওয়েল। আবার একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিকরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, এনামুল হক বিজয়/লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জ্যাসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, জ্যাসন হোল্ডার, রোভম্যান পাওয়েল/কাইরন পাওয়েল/কিমো পল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স ও আলজারি জোসেফ।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর