কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ নিহত

নিহত ট্রাফিক পুলিশ আবুল কালাম আজাদ

কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারালেন ট্রাফিক পুলিশের অ্যাসিসট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর (এটিএএসআই) আবুল কালাম আজাদ। আজ দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে।

নিহত আবুল কালাম আজাদের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়।

তিনি নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগে সাড়ে ৩ বছর ধরে কর্মরত ছিলেন।

আটক কাভার্ড ভ্যান চালক ইদ্রিস মিয়া (৩২) নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।  

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সরফুদ্দিন জানান, যানজট নিরসনে সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই আবুল কালাম আজাদ। দুপুর ১টায় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে আজাদ গুরুতর আহত হন।

পরে তাকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজাদ মধুখালীর নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর