ভোলায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬০ নেতাকর্মীর জামিন

ভোলায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬০ নেতাকর্মীর জামিন

অনলাইন ডেস্ক

ভোলায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলায় বিএনপির ৬০ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৭ আগস্ট) বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাদেরকে ছয় সপ্তাহের জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল।

গত ১ আগস্ট সকালে ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ভোলা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।

এর মধ্যে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরচিয়সহ ২৫০/৩০০ জনকে আসামি করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ট্রোমেনসহ ৬০ জন।

এ আবেদনের ‍শুনানি নিয়ে হাইকোর্ট তাদেরকে জামিন দেন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক