কোরীয় উপদ্বীপের কাছে সামরিক মহড়ার ঘোষণা চীনের

সংগৃহীত ছবি

কোরীয় উপদ্বীপের কাছে সামরিক মহড়ার ঘোষণা চীনের

অনলাইন ডেস্ক

তাইওয়ানের উপকূলে আবারও সামরিক মহড়ার ঘোষণা চীনের। গত চারদিন ধরে চীনের করা সামরিক মহড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 'অস্বাভাবিক' লাগলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই চীনের। সোমবার (৮আগস্ট) বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, সামরিক মহড়া নিয়ে উত্তেজনা শেষ হতে না হতেই কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সি বা পীত সাগর এবং লাগোয়া বোহাই সাগরে নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন।

চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, এসব মহড়ায় তাজা গুলি ব্যবহার করবে চীন।

সেইসাথে ঘোষণা করেছে পীত সাগরে মহড়া চলবে অগাস্টের ১৫ তারিখ পর্যন্ত। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই‌ সাগরে অগাস্টের ৮ তারিখ সোমবার থেকে এক মাস ধরে মহড়া চলমান থাকবে।

রোববার চলমান মহড়ার শেষ দিন থাকলেও গতকাল এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি দেশটি। এ বিষয়ে এখনও কিছু পরিষ্কার করেনি বেইজিংয়।

তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, রোববারও তাইওয়ান প্রণালী এবং আশপাশে ৬৬টি চীনা যুদ্ধবিমান এবং ১৪টি যুদ্ধ জাহাজের তৎপরতা দেখা গেছে। এর আগে রোববার দুপুরের পর থেকে বিমান এবং জাহাজ চলাচলের রুট খুলে দেয় তাইওয়ান।