পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে

সংগৃহীত ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংগঠন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। সোমবার (৮ আগস্ট) সকাল ১০টায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি।

সকালে মন্ত্রণালয়ে আসেন মিশেল জে সিসনের নেতৃত্ব প্রতিনিধিদল। এতে অন্যান্যের মধ্যে আরও আছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

পররাষ্ট্র সচিবের আগে মার্কিন প্রতিনিধিদলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

আলোচনায় গুরুত্ব পাচ্ছে খাদ্য নিরাপত্তা, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার, মানবিক প্রয়োজন, শান্তিরক্ষা ও রোহিঙ্গাদের সহায়তার মত যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়গুলো। এছাড়া সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘের কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছেন মিশেল জে সিসন। তবে তার সফরের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের -আইটিইউ মহাসচিব পদপ্রার্থী ডরিন বোগড্যান-মার্টিনের জন্য ঢাকার সমর্থন চাওয়ার বিষয়টিও।

এদিকে পররাষ্ট্র সচিব আগেই জানিয়েছেন তিনি তার আলোচনায় ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক নানা ইস্যু পাশাপাশি র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আহ্বান জানানো হবে।