‘স্বাধীনতার জন্য বাঙালি জাতি বঙ্গমাতার কাছে ঋণী’

‘স্বাধীনতার জন্য বাঙালি জাতি বঙ্গমাতার কাছে ঋণী’

জয়দেব দাশ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের উৎসাহ এবং প্রেরণা না পেলে শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠা হতো না। ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বঙ্গবন্ধুর দুটি আত্মবিশ্বাস এর মধ্যে একটি বাংলার জনগণ আরেকটি ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব- বঙ্গবন্ধুর প্রিয় রেনু।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বঙ্গমাতা পুরস্কার প্রদান উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই অনুষ্ঠানের আয়োজন।

বঙ্গমাতা পুরস্কার দেওয়া হয় আগা খান মিন্টু, পারভিন হক সিকদার,পারভিন সালাম, এমন শোয়েব চৌধুরী ও ডক্টর সাজ্জাদ হায়দারকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম বলেন, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য বাঙালি জাতি বঙ্গমাতার কাছে ঋণী।

বঙ্গবন্ধুর অবর্তমানে সাহস দিয়ে নেতাকর্মীদের ধরে রাখেছেন ফজিলাতুন্নেসা মুজিব। উপমহাদেশের রাজনৈতিক দল হিসেবে প্রাচীন এই দলকে তিনি সহযোগিতা করেছেন নিজের গহনা বিক্রি করে।

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাম কেউ মুছে ফেলতে পারবে না।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক