টিকিট বিক্রির টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার ১

ভিক্টোরিয়া মেমোরিয়াল

টিকিট বিক্রির টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

টিকিট বিক্রির টাকা লোপাটের অভিযোগে ভারতের ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে রিজেন্ট পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গত জুলাই মাসে হেস্টিংস থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত। অভিযোগের পরেই তাকে গ্রেফতার করা হয়।

খবর আনন্দবাজার পত্রিকার।

আজ সোমবার প্রকাশিত আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম স্বপন দে (৫৫)। গত তিন বছর ধরে টিকিট বিক্রির প্রায় ১৩ লক্ষ টাকা লোপাটের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছর ধরে ভিক্টোরিয়ায় টিকিট আর বার্ষিক পাস বিক্রির পুরো টাকা জমা করেন নি স্বপন।

অডিটেই সেই বিষয়টি ধরে পড়েছে। ২০১৯ সাল থেকে টিকিট বিক্রির যে টাকা জমা পড়েছে, তার নথিতে ধরা পড়ে বেশ কিছু অসঙ্গতি। এর পরেই স্বপনকে গ্রেফতার করা হয়।

এদিকে, এই টাকার পরিমাণ বাড়তে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। অভিযুক্ত স্বপনের সঙ্গে আরও এক ব্যক্তি জড়িত বলেও সন্দেহ করছেন পুলিশ।  

news24bd.tv/রিমু