আল আকসায় ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

আল আকসায় ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

অনলাইন ডেস্ক

নারী ও শিশুসহ গাজা শহরের সাধারণ জনগণ এবং আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছে বাংলা‌দেশ।

সোমবার (৮ আগস্ট) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এ নিন্দা জানা‌য়।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জনই শিশু এবং চারজন নারী।

গুরুতর আহত হয়েছে অন্তত ৩১১ জন। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডারও রয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স এ খবর দিয়েছে।

এ হামলার নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃ‌তি‌তে বলা হয়, ইসরায়েলের এ সন্ত্রাসী আক্রমণ বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়।

এ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে স্থায়ী সমাধান করতে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ প্যালেস্টাইনের জনগণের অধিকার এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রকাশ করছে।

দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে বাংলাদেশ প্যালেস্টাইনের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে ব‌লে বিবৃ‌তি‌তে উল্লেখ করা হয়।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক