কিশোরী ধর্ষণে সাবেক উপসচিব রিমান্ডে

কিশোরী ধর্ষণে সাবেক উপসচিব রিমান্ডে

অনলাইন ডেস্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক উপসচিব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উপন্দ্রে চন্দ্র দাস এই রিমান্ড মঞ্জুর করেন।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারার গ্রামের নিজ বাড়ি থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জয়নাল উপজেলার পশ্চিম সোনারা গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে অবসরে গেছেন বলে জানা গেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামে বাড়ির পাশে জয়নাল আবেদীনের একটি মৎস্য খামার আছে। সেটি দেখাশুনার জন্য খামারের পূর্ব পাশে একটি ঘর নির্মাণ করা হয়।

মাঝে মধ্যে সেখানে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে নিয়ে ধর্ষণ করতো জয়নাল। কিছুদিন ধরে মেয়েটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবার ও স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যান।

গত ৭ আগস্ট আল্ট্রাসনোগ্রাম করা হলে রিপোর্টে মেয়েটি ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সেই মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জয়নালকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক