হামলার জবাবে ইসরাইলে ১ হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ল ফিলিস্তিন

হামলার জবাবে ইসরাইলে ১ হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ল ফিলিস্তিন

অনলাইন ডেস্ক

৫৬ ঘণ্টায় ইসরাইলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা। ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রোববার রাত সাড়ে ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরাইলি দৈনিক হারেৎজ লিখেছে, গাজায় সাম্প্রতিক হামলা ইসরাইলের জন্য কলঙ্কজনক পরাজয় ডেকে এনেছে। এই পত্রিকাটি গাজায় হামলার নিন্দা জানিয়ে লিখেছে, এই হামলার পর ইসরাইলিদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল।

দৈনিকটি ইসরাইলকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।

এছাড়া গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতেও পত্রিকাটি ইসরাইলকে পরামর্শ দিয়েছে।

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন কয়েকটি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর এটি হলো গাজার সব ক্রসিং পয়েন্ট খুলে দিতে হবে এবং অবরোধ শিথিল করতে হবে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আজ থেকে ক্রসিং পয়েন্টগুলো দিয়ে গাজায় জ্বালানি প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪৩ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ১৫ জনই শিশু এবং চারজন নারী। গুরুতর আহত হয়েছে অন্তত ৩১১ জন। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডারও রয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক