বঙ্গোপসাগরে ট্রলারডুবি, জেলেসহ নিখোঁজ ৮ ট্রলার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, জেলেসহ নিখোঁজ ৮ ট্রলার

সিকদার জোবায়ের হোসেন, পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আনোয়ার ও এফবি সুজন নামে দুটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এছাড়া আরও ছয়টি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এতে সেরাজ মুন্সি নামে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে সাগর থেকে ফেরার পথে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ট্রলারের মাঝি আনোয়ার খান জানান, সাগর উত্তাল থাকায় ট্রলার চালিয়ে কিনারে আসছিল তারা। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলারে থাকা ৯ জেলের মধ্যে আটজনকে উদ্ধার করে অন্য ট্রলারের লোকজন। কিন্তু সামিম মুন্সি নামে ওই জেলেকে তখন পাওয়া যায়নি।

পরে জাফর মাঝী নামে একজনের ট্রলার দিয়ে সামীমকে উদ্ধার করা হলেও সেই ট্রলারটিও ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। সেখানে ১৪ জনের মতো জেলে উদ্ধার হলেও সামীম নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুইদফা ডুবে যাওয়ায় সাগর থেকে উঠে আসতে পারেনি সামীম।

মহিপুর আলিপুর মৎস্য বন্দর আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, সাগর উত্তাল থাকায় জেলেরা ট্রলার নিয়ে কিনারে আসছিল। পথেই ঢেউয়ের তোড়ে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও ছয়টি ট্রলার এখনো নিখোঁজ রয়েছে। সেখানে লোক রয়েছে প্রায় অর্ধ শতাধিক। নেটওয়ার্কের মধ্যে না থাকায় এখনো বলা যাচ্ছে না ছয়টি ট্রলার আছে নাকি ডুবে গেছে। ডুবে যাওয়া দুই ট্রলারের জেলেরা উদ্ধার হলেও একজন জেলে নিখোঁজ রয়েছেন।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো.সেলিম মন্ডল জানান, প্রথমত দুজন নিখোঁজ হলেও একজন উদ্ধার হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছে। হারিয়ে যাওয়া ছয়টি ট্রলারের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।

মৎস বিভাগের তথ্য মতে, জেলায় সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা ৪৮ হাজার। নিবন্ধিত-অনিবন্ধিত মিলিয়ে ১ লাখেরও বেশি জেলে রয়েছে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক