কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি রিজার্ভ দিয়ে পুরণ করা যাবে: তাজুল ইসলাম

কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি রিজার্ভ দিয়ে পুরণ করা যাবে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

আমদানির জন্য কারেন্ট অ্যাকাউন্টের (চলতি হিসাবে) ঘাটতি রিজার্ভ দিয়ে কভার করা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও জনজীবনে এর চ্যালেঞ্জ নিয়ে সংলাপে এসব কথা বলেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, সব দেশের জনগণকে দেনার দায় নিতে হয়, কেবল এদেশের জনগণের এই দায় নেই। মন্ত্রী বলেন, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার সচেতনভাবে কাজ করছে।

সংলাপে অংশ নেয়া অন্য বক্তারা জালানি তেলের দাম বাড়ায় জন জীবন ও রাজনীতিতে এর প্রভাবের নানা দিক তুলে ধরেন।

এসময় মন্ত্রী দাম বৃদ্ধির প্রভাব কমাতে রপ্তানি বাড়ানো, কিছু পণ্যের আমদানি কমানো, বাজার মনিটরিংয়ের গুরুত্বের কথা তুলে ধরেন। সেইসাথে বক্তারা মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের আহবান জানান।

 news24.tv/FA