চার উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

চার উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়েকে শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ। দুই ওভারে স্বাগতিক দলের দুই ওপেনারকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ। এরপর এবাদতের জোড়া আঘাতে চাপে জিম্বাবুয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে  ১৮ রানে ব্যাট করছে জিম্বাবুয়ে।

ইনিংসের প্রথম ওভারেই জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহামুদ। তার শিকার হয়ে ফেরেন ওপেনার তাকুদজোয়ানাশে কাইতানো। আগের ম্যাচেও প্রথম ওভারে এই কাইতানোকে আউট করেন বাংলাদেশ দলের তরুণ পেসার হাসান মাহমুদ।  

হাসান মাহমুদের পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই মিরাজ শিকার করেন তাদিওয়ানাশে মারুমানিকে। এবাদতের জোড়া আঘাতে বিপড়ে জিম্বাবুয়ে।

বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ও এনামুল হক বিজয়ের জোড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৫৬ রান করল বাংলাদেশ।  

এদিন উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে ৪১ রান জমা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। এনামুলের সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন তামিম ইকবাল।  

news24bd.tv/কামরুল