দায়ীদের খুঁজে বের করতে নির্দেশ আদালতের

সংগৃহীত ছবি

বিএম ডিপোতে অগ্নিকাণ্ড

দায়ীদের খুঁজে বের করতে নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দায়ীদের খুঁজে বের করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।  

এছাড়া সংশ্লিষ্টদের অব্যবস্থাপনা বিষয়ে কয়েক দফা রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।  

চলতি বছর ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারী হিসেবে ৫২ জনের মৃত্যু হয়, যার মধ্যে ১১ জন ছিলেন অগ্নি নির্বাপণে নিয়োজিত  ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া আহত হন শতাধিক।


 
ঐ ঘটনায় নিহতদের পরিবারকে ২ কোটি টাকা ও আহতদের প্রত্যেককে ৫০ লাখ করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন কয়েকজন আইনজীবী। রিটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশনা চান। রিটের শুনানী নিয়ে বুয়েটের কেমিক্যাল বিভাগের একজন অধ্যাপকের নেতৃত্বে কমিটি গঠন করেন আদালত। এ কমিটিকে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। এছাড়া কয়েক দফা রুল জারি কয়েছেন আদালত।  

এছাড়া বিএম কন্টেইনারে মজুত করা রাসায়নিক পদার্থগুলোর প্রয়োজনীয় তথ্য না থাকায় ফায়ার সার্ভিসের ১১ কর্মী নিহত ও কয়েকজন উদ্ধারকর্মী আহত হওয়ায় এ বিষয়েও কয়েকটি নির্দেশনা দেন আদালত।  

রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, বাংলাদেশে তাজরিন গার্মেন্টস কারখানায় আগুন, রানা প্লাজা ভবন ধসে হাজারো প্রাণ হারানোর পর পোশাক কারখানায় বিদেশি ক্রেতার চাপে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় অগ্রগতি হলেও অন্যান্য কারখানায় সঠিক অগ্নি নির্বাপক ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে এসব কারখানায় প্রায়ই ঘটছে অগ্নি দুর্ঘটনা।  

news24bd.tv/আজিজ