হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। আর মাত্র মাস দুয়েক বাকি এ উৎসবের। এ আনন্দের সময়কে আরও রোমাঞ্চিত করতে দুর্গা বেশে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
কালার্স বাংলা চ্যানেলে এক অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী অর্থাৎ দেবী দুর্গা হিসেবে আসছেন ঋতুপর্ণা।
ওই ছবিতে বেশ মানিয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীকে। তার মাথায় মুকুট। হাতে ত্রিশূল।
ঋতুপর্ণা ছাড়া বাকি নয় দেবী কারা হবেন এ নিয়ে কিছুই জানায়নি কালার্স চ্যানেল কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, চ্যানেলটির ধারাবাহিকের অভিনেতা-সহ সব মাধ্যমের জনপ্রিয় তারকাদেরই দেখা যাবে বিশেষ এ অনুষ্ঠানে।
news24.tv/Mamun