রাজধানীতে তিন ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীতে তিন ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পরিমাপে কম দেয়ায় রাজধানী ঢাকার তিন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার ঢাকা মহানগরীর দক্ষিণ কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে অকটেন, পেট্রোল ও ডিজেল পণ্য পরিমাপে কম প্রদান করায় ও আন্ডার গ্রাউন্ড ট্যাঙ্ক এর ক্যালিব্রেশন সনদ না থাকায় দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা ফিলিং স্টেশনকে ১,২০,০০০ টাকা জরিমানা ও একই এলাকায় অবস্থিত মেহেরা ফিলিং স্টেশনকে ৪০,০০০ টাকা এবং এস আহম্মেদ এফ সিএনজি ফিলিং স্টেশনকে ৪০,০০০.০০ টাকা জরিমানা করা হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকেই অভিযানে নামে ভোক্তা অধিকার পরিষদ।

এরই অংশ হিসেবে সারাদেশেই চলছে এ অভিযান। এর আগে ৭ আগস্ট অনিয়মের দায়ে ১০ জেলায় ১৫ ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়।

news24bd.tv/FA