বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি, নিখোঁজ ৯

বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি, নিখোঁজ ৯

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৫ জেলেসহ ‘এফবি নিশাত’ নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ছয় জেলেকে উদ্ধার করা হলেও এখনও ৯জন নিখোঁজ রয়েছেন।

পায়রা বন্দরের শেষ বয়ার ১৫ কিলোমিটার গভীরে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর।

তাদের সকলের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি শামিম জানান, মঙ্গলবার রাতে প্রচণ্ড ঢেউয়ে তাদের ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় পাশ্ববর্তী একটি ট্রলার তাকেসহ চারজনকে উদ্ধার করে। পরে বুধবার দুপুরে সুন্দরবন এলাকায় আরও দুই জেলের সন্ধান পাওয়া যায়।

পায়রা বন্দর কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কামাল পিও বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে পায়রা বন্দর ও নিজামপুর কোষ্টগার্ডের অভিযান চলমান। ’

এর আগে সোমবার ও মঙ্গলবার একই এলাকায় পৃথক আরও দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।