হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

সংগৃহীত ছবি

হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে মধুর সময় কাটছিল টিম বাংলাদেশের। তবে সেই সময়কে দু:সময়ে পরিণত করে দিয়েছে সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে বসে তামিমের দল। তবে শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে টাইগাররা।

তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১০৫ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে তারা।

হারারেতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রান তুলে তামিম বাহিনী। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন আফিফ।

আর এনামুলের ব্যাট থেকে এসেছে ৭৬ রান। তবে বাংলাদেশী চার ক্রিকেটার শূন্য রানে আউট হয়েছেন।  

২৫৬ রানের জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম জিম্বাবুয়ে। ৮৩ রানে ৯ উইকেট হারায় তারা। তবে শেষ উইকেট জুটিতে রিচার্ড এনগারাভা এবং ভিক্টর নিয়াউচি তোলেন ৬৮ রান। অবশেষে ৩২.২ ওভারেই ১৫১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে ৫.২ ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচায় দলীয় সর্বোচ্চ ৪ উইকেট নেন মুস্তাফিজ। দুটি করে উইকেট পেয়েছেন এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম।

news24bd.tv/মামুন