খোলা বাজারে প্রতি ডলার ১১৯ টাকা

প্রতীকী ছবি

খোলা বাজারে প্রতি ডলার ১১৯ টাকা

অনলাইন ডেস্ক

দেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়েই চলেছে। বুধবার (১০ আগস্ট) খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৯ টাকায়। এর আগে গত সোমবারও মানি এক্সচেঞ্জগুলোতে ১১৫ টাকায় ডলার কেনা-বেচা হয়েছে।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দাম বেড়েছে বলে জানিয়েছেন এ ব্যবসার সঙ্গে যুক্ত থাকা একজন।

 

জানা গেছে, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলারের সঙ্কট। মানুষ বিক্রির চেয়ে কিনছেন বেশি। এ দিকে এতদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না।

গত কয়েক মাস থেকেই দেশে ডলারের সঙ্কট চলছে।

মূলত রফতানি আয়ের তুলনায় আমদানি ব্যয় ও রেমিট্যান্স কমে যাওয়ায় এমতাবস্থার সৃষ্টি হচ্ছে।

গত সোমবার আন্তব্যাংক লেনদেনে ডলারের দর ছিল ৯৫ টাকা। সেই হিসাবে এক বছরে ডলারের দাম বেড়েছে ১২ শতাংশ।

news24bd.tv/মামুন 

এই রকম আরও টপিক