জবানবন্দি দিতে অস্বীকৃতি ট্রাম্পের

সংগৃহীত ছবি

জবানবন্দি দিতে অস্বীকৃতি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তের প্রেক্ষিতে নির্ধারিত জবানবন্দি দিতে অস্বীকার করেছেন ‍যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ খণ্ডাতে আজ এই সাক্ষ্য দেয়ার কথা ছিলো তার।  

ট্রাম্প সকাল পৌনে ৯টার দিকে, রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিসে আসেন এবং এক ঘণ্টারও বেশি সময় পরে ঘোষণা দেন যে তিনি ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রতিটি নাগরিকের জন্য প্রদত্ত অধিকার ও সুযোগ-সুবিধাগুলির অধীনে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন। ’

ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, তার পরামর্শকদের পরামর্শেই তিনি সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

বিবৃতিতে আরও বলেন, যখন আপনার পরিবার, আপনার কোম্পানি এবং আপনার দলের সমস্ত লোক আইনজীবী, প্রসিকিউটর এবং ফেক নিউজ মিডিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখন সংবিধানের পঞ্চম সংশোধনী ছাড়া আপনার কোন বিকল্প নেই ।

আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প লিখিত বিবৃতিতে ও সমাবেশে নিজেকে রক্ষা করার চেস্ট করছেন। ট্রাম্পের সাক্ষ্য না দেয়ার কারণ তিনি যা বলতেন তা তার বিরুদ্ধে ব্যবহার করা হতো।

news24bd.tv/আজিজ