ইউক্রেন সঙ্কটের ‘প্রধান উসকানিদাতা’ যুক্তরাষ্ট্র, দাবি চীনা দূতের

সংগৃহীত ছবি

ইউক্রেন সঙ্কটের ‘প্রধান উসকানিদাতা’ যুক্তরাষ্ট্র, দাবি চীনা দূতের

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৬৮দিন অতিবাহিত হতে চলছে। এ সময়ে চীনকে নিজেদের সঙ্গে পেয়েছে মস্কো। এবার সেই চীন ইউক্রেন সঙ্কটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। তাদের দাবি, এ সঙ্কটের ‘প্রধান উসকানিদাতা’ যুক্তরাষ্ট্র।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা টিএএসএস’এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। দেশটির স্থানীয় সময় বুধবার এ সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

চীনা দূত জাং হানহুই বলেন, ‘ইউক্রেন সঙ্কটের সূচনাকারী ও প্রধান উসকানিদাতা ওয়াশিংটন। তারা মিত্রদের সঙ্গে নিয়ে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।

একইসঙ্গে ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে। ’

‘এ যুদ্ধ দীর্ঘস্থায়ী করায় ওয়াশিংটনের লক্ষ্য। তারা নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়াকে ধ্বংস করতে চাই’ যোগ করেন জাং।

সিনো ও রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে জানিয়ে জাং বলেন, ‘আমাদের দুদেশের পারস্পরিক বিশ্বাসের স্তর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমাদের কৌশলগত গুরুত্বও বেড়েছে। ’

এ দিকে আগ্রাসন শুরুর মাস ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং সফর করেন। ওই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেন পুতিন। ঠিক ওই সময়েই ক্রেমলিনের ট্যাংকারগুলো ইউক্রেনিয়ান সীমান্তে অবস্থান নেয়।

সূত্র: রয়টার্স

news24bd.tv/মামুন