ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় ইরানের

সংগৃহীত ছবি

ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় ইরানের

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরেই দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে লড়াই চলে আসছে। চলতি সপ্তাহেও হামলা চালায় ইসরায়েল। এর প্রতিবাদে পাল্টা হামলা চালায় ফিলিস্তিনি বাহিনী। অবশেষে মিশরের মধ্যস্ততায় যুদ্ধ বিরতিতে যায় তারা।

ফিলিস্তিনিদের এ সংগ্রামে ইরান তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

ফিলিস্তিনের ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে ফোনালাপে এ প্রত্যয় ব্যক্ত করেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। বুধবার তাদের মাঝে এ ফোনালাপ হয়।

তিনি বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামের পাশে থাকবে তেহরান।

আপনাদের সংগঠন (ইসলামি জিহাদ) দখলদার শক্তির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ’

এ সময় ইসলামি জিহাদের মহাসচিব বলেন, ‘সবশেষ লড়াইয়ে ইসরায়েল বাধ্য হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। আমরা শর্তগুলো মেনে নিয়েছি। ’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনের ভেতরে ও বাইরে প্রতিরোধ সংস্থাগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কারণেই বড় ধরনের সাফল্য এসেছে। সবশেষ যুদ্ধে ইসলামি জিহাদ প্রমাণ করেছে তারা দীর্ঘ মেয়াদী যুদ্ধে ইসরায়েলের মোকাবেলা করার সক্ষমতা রাখে। ’

সূত্র: পার্স টুডে

news24bd.tv/মামুন