বাসে ‘চেকার’ ও ‘ওয়েবিল’ থাকছে না

সংগৃহীত ছবি

বাসে ‘চেকার’ ও ‘ওয়েবিল’ থাকছে না

অনলাইন ডেস্ক

বাড়তি ভাড়া আদায় নিয়ে সমালোচনার মুখে ‘ওয়েবিল’ ও ‘চেকার’ প্রথা বাতিল করার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, ঢাকা ও এর আশপাশের শহরতলির বাসে রাস্তায় কোনো চেকার থাকবে না।

এক বাসস্ট্যান্ড থেকে অন্য বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলের সময় বাসের দরজা বন্ধ রাখতে হবে। অর্থাৎ রুট পারমিটে বর্ণিত বাসস্ট্যান্ডের বাইরে থামিয়ে যাত্রী তোলা যাবে না। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সোমবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডিরা।

এ ছাড়া সব রুট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বৈঠকে অংশ নেন।

এ সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো- বিআরটিএ’র তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, সব গাড়িতে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা।

news24bd.tv/মামুন