করোনা কেড়ে নিল আরও ২ হাজারের বেশি প্রাণ

প্রতীকী ছবি

করোনা কেড়ে নিল আরও ২ হাজারের বেশি প্রাণ

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে থামছেই না মহামারি করোনাভাইরাসের তাণ্ডব। এ ভাইরাসে ছোবলে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে আরও দুই  হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আট লাখ ১৯ হাজার ৭৭৬ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। আর নতুন করে সুস্থ হয়েছে ১১ লাখ পাঁচ হাজার ৬০৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৮১১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৬৪ লাখ ৪২ হাজার ৫০৮ জন। সুস্থ হয়েছে ৫৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৩০৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইরান ও ফ্রান্স।

news24bd.tv/মামুন