চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতীকী ছবি

চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর মোহাম্মদ ওরফে নূরু।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, বুধবার ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি তেজগাঁও শিল্পাঞ্চল থানার বউ বাজার ব্রাদার্স বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘরের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ৪ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

news24bd.tv/কামরুল