অর্থের জন্য মানুষকে শোষণ করে জাকারবার্গ

সংগৃহীত ছবি

অর্থের জন্য মানুষকে শোষণ করে জাকারবার্গ

অনলাইন ডেস্ক

অর্থের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের শোষণ করে মার্ক জাকারবার্গ। এমনি তথ্য দিয়েছে তার প্রতিষ্ঠান মেটার নতুন এক চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তার এ চ্যাটবটে যে কোনো বিষয়ে কথা বলতে পারে বলে জানিয়েছে মেটা ইনকরপোরেশন।

মূলত চ্যাটবট এক ধরনের আলাপকারী কম্পিউটার প্রোগ্রাম যেটিকে শ্রবণভিত্তিক কিংবা টেক্সটভিত্তিক পদ্ধতিতে এক বা একাধিক মানুষের সঙ্গে বুদ্ধিমান আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষমতা দিয়ে ডিজাইন করা হয়।

গত শুক্রবার ‘ব্লেন্ডারবট ৩’ নামে এ চ্যাটবটটি সবার সম্মুখে আনা হয়।

ওই চ্যাটবটে জাকারবার্গ নিয়ে জিজ্ঞাসা করা হলে এটি জানায়, ‘আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে ও তিনি কোনো সাহায্য করেনি। ’

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি থেকে ওই চ্যাটবটে জিজ্ঞাসা করা হলে সেখান থেকে বলা হয়, ‘তিনি কংগ্রেসের আগে ভয়ানক একটি কাজ করেছে। এটি আমাকে আমাদের দেশ নিয়ে উদ্বিগ্ন করে তোলে।

জুকারবার্গকে নিয়ে চ্যাটবটে প্রশ্নের উত্তর

‘তার কোম্পানি অর্থের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের শোষণ করছে। তিনি এসবকে পাত্তা দেন না। এটা বন্ধ হওয়া উচিত। ’

চ্যাটবটের এ বক্তব্য নিয়ে মেটা বলছে, এই চ্যাটবটটি প্রোটোটাইপ সংস্করণ। হয়তো  এ জন্য এটি এরকম রুক্ষ ও আক্রমণাত্মক উত্তর দিচ্ছে।

এর আগে ভুল তথ্য, গুজব ও বিভিন্ন বিদ্বেষপূর্ণ বার্তা প্রচারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ না করায় সমালোচনার সম্মুখীন হয় মেটা।

গত বছর প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন দাবি করেন, মেটা অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে তাদের মুনাফাকেই বেশি প্রাধান্য দেয়।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক