মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে এক টেবিলে তিন রাজনৈতিক দলের নেতা

আলী তালুকদার

মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে এক টেবিলে বসলেন প্রধান তিন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় স্বভাবতই উঠে আসে দেশের রাজনীতি ও আগামী নির্বাচনের ইস্যু। যেখানে সবারই চাওয়া সুষ্ঠু নির্বাচন। মার্কিন রাষ্ট্রদূতের মতে, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দায় আছে সুশীল সমাজ ও গণমাধ্যমের।

রাজনৈতিক নেতাদের জন্য ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের ই-লার্নিং প্ল্যাটফর্ম উদ্বোধনে অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও।

আলোচনায় উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। যেখানে এ ধরনের প্ল্যাটফর্ম কি ভূমিকা রাখতে পারে, তার বিশ্লেষণও করেন উপস্থিত রাজনীতিকরা।

প্রসঙ্গ উঠে আগামী নির্বাচনেরও। যেখানে আবারও স্পষ্ট প্রধান দুই রাজনৈতিক দলের বিভেদ। যদিও সুষ্ঠু নির্বাচনের কথা বলেন সবাই।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনো দলকে সমর্থন করে না। তবে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।

মতপার্থক্য স্বত্ত্বেও তিন রাজনৈতিক দলের নেতা তার আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেওয়ায় ধন্যবাদ জানান পিটার ডি হাস।

news24bd.tv/কামরুল