লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি করলে ১০ বছরের জেল

সংগৃহীত ছবি

লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি করলে ১০ বছরের জেল

শাহানাজ ইয়াসমিন

ওষুধ আইন ২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না। যদি কেউ এটা করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করা হবে।

বৃহস্পতিবার কেবিনেট মিটিং শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে একইরকম শাস্তি হবে বলেও জানান তিনি। এই অপরাধে আগে শাস্তি ছিল তিন বছরের জেল এবং দুই লাখ টাকা জরিমানা।

এছাড়া লাইসেন্স ছাড়া বাণিজ্যিকভাবে ওষুধ উৎপাদন বা আমদানি করলে সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। সেইসাথে জনসাধারণের চলাচলের পথ, মহাসড়ক কিংবা ফুটপাতে ওষুধ বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।

news24bd.tv/FA