অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’এ দেখানো ফ্ল্যাট নিষিদ্ধ 

সংগৃহীত ছবি

অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’এ দেখানো ফ্ল্যাট নিষিদ্ধ 

অনলাইন ডেস্ক

অস্কারজয়ী সিনেমা ‌‌'প্যারাসাইট'এ দেখানো আধা-বেসমেন্টের ফ্লাটগুলো নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া। এই সপ্তাহে রাজধানী সিউলে বন্যার সময় এই ধরণের বাসায় আটকা পড়ে দুই নারী এবং শিশুর মৃত্যুর পরে ফ্ল্যাটগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় দেশটি। খবর বিবিসি

দক্ষিণ কোরিয়ার পরিচালক বং জুন-হোর ২০১৯ সালের সিনেমা ‘প্যারাসাইট’এ সিউলে বসবাসকারী একটি নিম্ন-আয়ের পরিবারকে দেখানো হয়েছে । সিনেমায় প্রদর্শিত ছোট এই ফ্ল্যাটগুলি সাধারণত স্বল্প আয়ের লোকেদের জন্য ভাড়া দেওয়া হয়।

 সরকারি তথ্যমতে, ২০২০ সাল পর্যন্ত, রাজধানী সিউলে এই ধরনের প্রায় ২ লক্ষ ফ্ল্যাট ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সপ্তাহ থেকে আর এই ধরনের বাড়ি নির্মাণের অনুমতি দেবে না দেশটি।  জানা গেছে, আবাসিক উদ্দেশ্যে বেসমেন্ট বা আধা-বেসমেন্টের এই ফ্লাট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার জন্য বিল্ডিং আইন সংশোধনের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ বর্তমানে এমন ফ্লাটে বসবাসকারীদের অন্যত্র আবাসনের ব্যবস্থা করতে সাহায্য করবে।

 সিউলের মেয়র ওহ সে-হুন বলেছেন, ‘এ ধরণের আবাসন সেখানে বসবাসকারীদের জন্য হুমকিস্বরূপ। ’
news24bd.tv/আজিজ