কী বোঝালেন শিশির?

কী বোঝালেন শিশির?

অনলাইন ডেস্ক

সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট স্টার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলের একটি পোস্ট ভাইরাল হয়েছে। একটি মাত্র ইমোজি দিয়ে পোস্ট করায় ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি হাসির ইমোজি পোস্ট করেন শিশির। এরপরেই শুরু হয়ে যায় কমেন্টের জোয়ার।

ঘণ্টার ব্যাবধানে যেখানে সাড়ে ছয় হাজার কমেন্ট পড়ে। পোস্টটির শেয়ার এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি। বেশিরভাগই সন্দেহ প্রকাশ করেছেন, তবে কী হ্যাকের শিকার শিশিরের ফেসবুক প্রোফাইল?

কমেন্ট বক্সে দেখা যায়, অনেকেই খুশির কারণ জানতে চেয়েছেন। অনেকেই আবার মজা করে লিখেছেন, তবে কী সাকিবও অনড় অবস্থায় থাকবে? এর মাঝে অনেকেই পোস্টের বিশদ বিবরণও চেয়ে বসেছেন।

উল্লেখ্য, বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। এ নিয়ে বরাবরই কঠিন অবস্থানে আছে বিসিবি।

ইতোমধ্যেই তাকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেছেন, সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নাই। বিসিবি প্রথম দিকের মতো অটল আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স। কোনোভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক।

এই রকম আরও টপিক