দেশে ফিরলেন সাকিব

সংগৃহীত ছবি

দেশে ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বোর্ড প্রেসিডেন্টের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরলেন তিনি। শনিবার (১৩ আগস্ট) নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সাকিবের। এরপরই ঘোষণা করা হবে এশিয়া কাপের বাংলাদেশ দল।

বহু আলোচনা-সমালোচনা। ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ক্রিকেট না বোঝা মানুষটাও হতবাক সাকিবের এমন কাণ্ডে। মহাতারকার এমন কর্মকাণ্ডে মর্মাহত হন তার ভক্তরাও। অতঃপর বোর্ডের কঠোর হুঁশিয়ারিতে টনক নড়ে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের।

 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনভর টানটান উত্তেজনার পর, সন্ধ্যায় নিজেই  নিশ্চিত করেন সাকিব, বেটউইনার নিউজের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করেছেন তিনি। প্রথমে মৌখিক এবং পরে সাকিবের লিখিত বক্তব্যের কথা নিশ্চিত করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও।  

কিন্তু এ যাত্রায় আর এত সহজে বেঁচে যেতে পারছেন না সাকিব আল হাসান। এর আগে কয়েক দফায় তার কর্মকাণ্ড ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেও এবার বেশ কঠোর বিসিবি।  টেস্ট অধিনায়কের এমন দায়িত্বহীন আচরণে ক্ষিপ্ত ক্রিকেট বোর্ড।

news24bd.tv/আলী