২২ জেলে নিয়ে ডুবলো ট্রলার

প্রতীকী ছবি

২২ জেলে নিয়ে ডুবলো ট্রলার

অনলাইন ডেস্ক

ঝড়ের কবলে পড়ে ২২ জেলে নিয়ে কক্সবাজারে ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। নাজিরার টেক উপকূলে শুক্রবার (১২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি ডুবে গেলেও এতে থাকা ২২ জেলে নিরাপদে উপকূলে ফিরতে পেরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিনের খাবার ও অন্য সরঞ্জাম নিয়ে শুক্রবার দুপুরে কক্সবাজারের ৬ নম্বর জেটি এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করে ট্রলারটি।

ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যে ট্রলারটি নাজিরার টেক উপকূলে গেলে বৈরি আবহাওয়ার কবলে পড়ে। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতার কেটে উপকূলে ফেরার চেষ্টা করেন এবং মাঝিসহ অন্য জেলেরা ট্রলারটিকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। পরে সমুদ্রে থাকা অন্য নৌকাগুলো তাদের উদ্ধার করেন।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক