তুরাগে বিস্ফোরণে দগ্ধ ৮ জনই মারা গেলেন

ফাইল ছবি

তুরাগে বিস্ফোরণে দগ্ধ ৮ জনই মারা গেলেন

অনলাইন ডেস্ক

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণ থেকে রিকশার গ্যারেজে লাগা আগুনে দগ্ধ একমাত্র জীবিত মো. শাহিনও (২৫) মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনেরই মৃত্যু হলো। জানা গেছে, তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গতকাল শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।  

উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) দুপুরে কামারপাড়া এলাকায় গ্যারেজে ওই বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন আটজন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

 

দগ্ধ আটজন হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) এবং মো. আলম (২৩)।

news24bd.tv/রিমু