পুলিশের ব্যারিকেড ভেঙে চা শ্রমিক‌দের বিক্ষোভ

পুলিশের ব্যারিকেড ভেঙে চা শ্রমিক‌দের বিক্ষোভ

হ‌বিগ‌ঞ্জ প্রতিনিধি

দৈনিক মজুরি ১২০ টাকার পরিবর্তে ৩০০ টাকার দাবীতে হবিগঞ্জের ২৪টি চা বাগানে শনিবার সকাল থেকে শুরু হয়েছে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এসময় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করেছে তারা।

এদিন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। দেশের ১৬৭টি চা বাগানের মত মৌলভীবাজারের ৯২টি চা বাগানের শ্রমিকরা অংশ নিচ্ছে এ ধর্মঘটে।

শ্রীমঙ্গল উপজেলার ফিনলে-টি কোম্পানি, সাতগাঁও-টি, নাহার, এম আর খান, ইস্পাহানী, মির্জাপুর, জঙ্গল বাড়ি, মাজদিহি চা বাগান, মৌলভীবাজার সদর উপজেলার হামিদিয়া, প্রেমনগর, মৌলভী চা বাগান, কমলগঞ্জ উপজেলার কুরমা, চাম্পারায়, ফুলবাড়ি ও নুরজাহান, ভাড়াউড়া চা বাগানসহ রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখার বিভিন্ন চা বাগানে চতুর্থ দিনের মতো শুক্রবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চা শ্রমিকরা।

চা শ্রমিকরা জানান, তাদের হাঁড়ভাঙ্গা খাটুনিতে প্রতি বছর চা শিল্পে রেকর্ড চা উৎপাদন হচ্ছে। তবে সে অনুযায়ী মজুরী পাচ্ছেন না তারা। দাবি মেনে না নিলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।

news24bd.tv/FA