বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কমিশনের রূপরেখা তৈরি হয়েছে: আইনমন্ত্রী

ফাইল ছবি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কমিশনের রূপরেখা তৈরি হয়েছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৫ই আগস্ট বঙ্গবন্ধুর ও তার পরিবারের হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের রূপরেখা তৈরি করা হয়েছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে কমিশন গঠন করা হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে শ্রম আদালত নিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, এই কমিশন গঠন কাউকে দোষারোপ করার জন্য নয়।

শুধুমাত্র  সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা হবে। এসময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরাতে সরকারের সকল চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির মাঠে মির্জা ফখরুল এখন বেপরোয়া চালক। কখন কোথায় দুর্ঘটনা ঘটাবেন তিনি নিজেই জানেন না।

আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৫ই আগস্ট উপলক্ষে মহিলা শ্রমিক লীগ আয়োজিত এক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু সরকারের কিছু করার ছিলো না।

news24bd.tv/FA