খুলনায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

খুলনায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনার কয়রা দক্ষিণ বেতকাশিতে জোয়ারের পানির অতিরিক্ত চাপে বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে কপোতাক্ষ নদের জোয়ারের পানির চাপে দক্ষিণ বেদকাশীর চরামুখা গ্রামের অস্থায়ী রিংবাঁধ ভেঙে যায়। এতে চরামুখা, দক্ষিণ বেতকাশি, হলদিবুনিয়াসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে।

এর আগে ১৭ জুলাই একই স্থানে নদী ভাঙ্গনে প্রায় দুইশ মিটার বাঁধে ক্ষতি হয়।

ওই সময় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামত করেন। কিন্তু গতকাল দুপুরের জোয়ারের পানির চাপে সেই বাঁধ ভেঙ্গে আবারও লোকালয় প্লাবিত হয়।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার জানান, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে অস্থায়ী রিংবাঁধ ভেঙে যায়। সেই সাথে তিন থেকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।

দক্ষিণ বেতকাশি এলাকার স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মো. আবু সাঈদ খান জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামত করা হয়। ওই স্থানে পরবর্তীতে আর কোন সংস্কার কাজ না করায় জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙ্গে গেছে।  

news24bd.tv/কামরুল