পটুয়াখালীতে সাংবাদিক বিলাস দাসের ওপর জহিরুল ইসলাম এবং তার সহযোগীর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ জেলার রাজনৈতিক নেতা-কর্মীরা। এছাড়াও মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন দুমকি প্রেসক্লাব ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে শহরের কলতলা এলাকায় বিলাস দাসের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
news24bd.tv/FA