থাইল্যান্ডের সাথে যৌথ সামরিক মহড়ার ঘোষণা চীনের

সংগৃহীত ছবি

থাইল্যান্ডের সাথে যৌথ সামরিক মহড়ার ঘোষণা চীনের

রোববার থেকে থাইল্যান্ডের সাথে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। মহড়ায় অংশ নিতে এরইমধ্যে থাইল্যান্ডে পৌঁছেছে চীনা জঙ্গিবিমান, বোমারু বিমান এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট। শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে পার্স টুডে।

খবরে বলা হয়, এই মহড়ার নাম দেয়া হয়েছে ফ্যালকন স্ট্রাইক ২০২০।

যেটি রাজকীয় থাই বিমান বাহিনীর উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মহড়ায় থাকবে এয়ার সাপোর্ট, ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুর ওপর হামলা এবং ক্ষুদ্র ও বৃহদাকারের সেনা মোতায়েন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সামরিক মহড়ার লক্ষ্য পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়ানো। সেইসাথে দুই দেশের মধ্যকার বিমানবাহিনীর বন্ধুত্ব জোরদার করা।

একইসাথে দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীর এবং চীন-থাইল্যান্ড পূর্ণাঙ্গ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব অব্যাহত রাখা।

news24bd.tv/FA