ব্রয়লারের ডাবল সেঞ্চুরি

ব্রয়লারের ডাবল সেঞ্চুরি

সজল দাস

মুরগির ডাবল সেঞ্চুরি, দেড়শ ছাড়াল ডিম। কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫০ টাকা বেড়ে এ মুরগির দাম ২০০ টাকা ছুঁয়েছে। প্রথমবারের মতো ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম রেকর্ড মূল্যে দেড়শ টাকায় উঠেছে।

নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস ভোক্তাদের।

বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে প্রায় সব পণ্যের দাম। এদিকে, রুপগঞ্জের ভুলতা এলাকা থেকে পণ্যবাহী ট্রাকে ডাকাত চক্রকে আটক করেছে র‌্যাব।

নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে নাভিঃশ্বাস অবস্থা সাধারণ মানুষের।

বিশেষ করে ডিম ও মুরগির দাম বাড়ছে হু হু করে। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৫০ টাকা। দাম বেড়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগিরও।

অস্বাভাবিকভাবে বেড়েছে ডিমের দাম। প্রথমবারের মতো ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম রেকর্ড মূল্যে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে ডিম বোঝাই পিকাপে ডাকাতির সময় একটি চক্রকে আটক করেছে র‌্যাব।

ডাকাতি বন্ধে দেশের মহাসড়কগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর