ইরান থেকে আরও গ্যাস নেওয়ার পরিকল্পনা ইরাকের

ইরান থেকে আরও গ্যাস নেওয়ার পরিকল্পনা ইরাকের

অনলাইন ডেস্ক

ইরান থেকে আরও বেশি পরিমাণ গ্যাস নেয়ার কথা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ইরাক। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল-এবাদির বরাতে এ খবর দিয়েছে ইরানভিত্তিক গণমাধ্যম পার্স টুডে।

শনিবার পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে তেল নেয়ার বিষয়ে কথা হয়েছে ইরাকের। এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

তিনি জানান, ইরান থেকে আরও বিদ্যুৎ আমদানি নিয়েও আলোচনা চলছে। ইরান থেকে আমদানি বাড়িয়ে সাড়ে চার কোটি ঘনমিটার গ্যাস নেয়া হবে। একইসাথে ইরাক সম্প্রতি ইরানি গ্যাসের বকেয়া মূল্য পরিশোধ করার পর এই পরিকল্পনা নিয়েছে।

ইরাকের বর্তমান গ্যাসের চাহিদা পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি ঘন মিটার।

বাড়তি গ্যাস নেয়ার বিষয়ে ইরানের সঙ্গে যে আলোচনা চলছে তা বাস্তবায়িত হলে ইরাকের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অনেক বেড়ে যাবে বলেও জানান তিনি।

news24bd.tv/ শোভন

এই রকম আরও টপিক