আমিরের বিরুদ্ধে এফআইআর দায়ের

সংগৃহীত ছবি

আমিরের বিরুদ্ধে এফআইআর দায়ের

অনলাইন ডেস্ক

লাল সিং চাড্ডা মুক্তির পর থেকেই যেন বিপাকে আমির খান। এবার দেশটির সেনাবাহিনীর অপমান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এফআইআর দায়ের হলো বলিউডের এই অভিনেতার বিরুদ্ধে।

আজকালের খবরে বলা হয়, হলিউডের কালজয়ী সিনেমা 'ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি 'লাল সিং চাড্ডা' মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই আইনি জটিলতায় পড়তে হলো প্রযোজক প্যারামাউন্ট পিকচার্স এবং আমির খান থেকে শুরু করে পরিচালক অদ্বৈত চন্দন। বিনীত জিন্দাল নামে দিল্লির এক আইনজীবী ভারতীয় দণ্ডবিধির ১৫৩,১৫৩ক, ২৯৮ ধারায় এফএইআর দায়ের করেছেন।

পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি।

অভিযোগে ওই আইনজীবী উল্লেখ করেন, সিনেমায় একজন মানসিক প্রতিবন্ধীকে কার্গিল যুদ্ধে পাঠানো হয়েছে। যা বাস্তবের সাথে সাংঘার্ষিক বলা চলে। কারণ কঠোর প্রশিক্ষণ ছাড়া সেনারা সীমান্তে যেতে পারেন না।

এই মানসিক পরিস্থিতিতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি কী ভাবে দেওয়া হল?

একইসাথে জিন্দালের আরও অভিযোগ, সিনেমায় আমির খানকে বলতে শোনা গেছে, 'আমার মা বলেছেন, এই সব পূজাপাঠ ম্যালেরিয়া। এতে দাঙ্গা হয়। ' আর এখানেই বিপত্তি। কারণ, এই ধরনের সংলাপ হিন্দু সম্প্রদায়কে ছোট করার উদ্দেশেই ব্যবহার করা হয়েছে বলে মত আইনজীবীর।

news24bd.tv/FA