জাপোরিঝিয়া নিয়ে রাশিয়ান সেনাদের সতর্ক জেলেনস্কির

সংগৃহীত ছবি

জাপোরিঝিয়া নিয়ে রাশিয়ান সেনাদের সতর্ক জেলেনস্কির

অনলাইন ডেস্ক

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ান সেনাদের সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি বলেন, ‘যেসব রাশিয়ান সৈন্য অবরুদ্ধ জাপোরিঝিয়ায় গুলি চালাবে বা সেখান থেকে আমাদের লক্ষ্য করে গুলি চালাবে তাদের ওপর আমদের বাহিনীর নজর থাকবে। তাদের ওপর আমাদের বিশেষ লক্ষ্য থাকবে। ’

ইউক্রেনের স্থানীয় সময় শনিবার রাতে এ সতর্কবার্তা দেয় জেলেনস্কি।

জাপোরিঝিয়া নিয়ে মস্কো ‘পারমাণবিক প্রতারণা’ করছে বলে দাবি করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

কিয়েভে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘জাপোরিঝিয়াকে ঘাঁটি বানিয়ে রাশিয়া সেখানে ও পার্শ্ববর্তী শহরগুলোতে হামলা চালাচ্ছে। প্রত্যেক রুশ সেনা যারা প্ল্যান্টে গুলি করছে কিংবা প্ল্যান্টকে ঘাঁটি বানিয়ে গুলি করছে, অবশ্যই মনে রাখুন, সে আমাদের গোয়েন্দাদের বিশেষ লক্ষ্যে পরিণত হবে। ’

গত মার্চে ব্যাপক সংঘর্ষের পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল ক্রেমলিনের সৈন্যরা।

নিকোপল শহরে থাকা জাপোরিঝিয়া ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার দখলে থাকা সত্ত্বেও ইউক্রেনিয়ানরাই এটি চালাচ্ছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে জাপোরিঝিয়ায় হামলা চালানো হয়। এর জন্য মস্কো এবং কিয়েভ একে অপরকে দোষারোপ করে আসছে।

সূত্র: বিবিসি

news24bd.tv/মামুন