ফের সুদের হার বাড়াল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

ফের সুদের হার বাড়াল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

সারাবিশ্বের ন্যায় মুদ্রাস্ফীতিতে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। এমনকি দেশটির মুদ্রাস্ফীতি ২০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। আর এতেই বিপাকে দেশটির সরকার। মুদ্রাস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়িয়েই চলছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

সবশেষ গত বৃহস্পতিবার ফের সুদের হার বাড়িয়ে ৬৯ দশমিক পাঁচ শতাংশে এনেছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।  

মুদ্রাস্ফীতির জন্য মাত্র দুই সপ্তাহ আগে দেশটিতে সুদের হার ৬০ শতাংশ করা হয়। পরিবর্তন করা হয় মন্ত্রীসভাও। তবে বৃহস্পতিবার দেশটিতে ফের সুদের হার বাড়ানো হল।

সুদের হার বাড়িয়ে এক বিবৃতিতে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন সুদের হার বছরের বাকি সময়ের জন্য মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দ্বিমত বিশ্লেষকদের। তাদের মতে, বছরের শেষ নাগাদ দেশটির মুদ্রাস্ফীতির হার ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাবে।

news24bd.tv/মামুন