বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত
বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় আইয়ুব শেখ (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার আসাননগর নামক স্থানে রোববার (১৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।  

নিহত আইয়ুব শেখ দুধসর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।

নিহতের ছেলে রাসেল শেখ জানান, রোববার দুপুরে বাইসাইকেলে করে বাজার করতে ভাটই হাটে যাচ্ছিল আইয়ুব।

বাজার শেষে বাড়ি ফিরছিলেন তিনি। আসাননগর নামক স্থানে পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

news24bd.tv/মামুন