‘বেহেশততে আছে’ কথার কথা হিসেবে বলেছি : পররাষ্ট্রমন্ত্রী 

‘বেহেশততে আছে’ কথার কথা হিসেবে বলেছি : পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মানুষ বেহেশততে আছে’ এটা কথার কথা হিসেবে বলেছি। এ ব্যাপারে দল থেকেও আমাকে দায়িত্বশীল কথাবার্তা বলার জন্য বলা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ড. মোমেন।

তিনি বলেন, এনফোর্স ডিএসঅ্যাপিয়ারেন্স বলে কিছু নেই।

তারা বলেছে, ৭৬ জন ১০ বছরে নিখোঁজ হয়েছে। নিখোঁজদের ১০ জন ফিরে এসেছে। গুমের বিষয়ে কোনো পরিবার তথ্য দিতে চায় না, কারণ তারা ভয় পায়।

বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যা আগে হলেও এখন নেই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিচারবর্হিভূত হত্যার বিষয়ে কোনো তথ্য পেলে সরকার তা তদন্ত করবে।

দেশে বিচারবর্হিভূত হত্যার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবর্হিভূত হত্যার বিষয়ে তারা বলেনি। আমরা নিজে থেকে বলেছি। এ রকম বলা হয়েছে যে, কিছু লোককে কিলিং করা হয়েছে। আমাদের এখানে আগে হতো ২০০০, ২০০৩ ওই সময়ে। বিচারবর্হিভূত হত্যার বিষয়ে আমরা কোনো তথ্য পেলে তদন্ত করা হবে।  

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাতি সংঘের মানবধিকার কমিশন’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

news24bd.tv/তৌহিদ