মিসরের রাজধানী কায়রোতে একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৫ জন। খবর রয়টার্সের।
দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ইমবাবার কপটিক আবু সিফিন গির্জায় প্রায় ৫ হাজার মানুষ উপাসনার জন্য সমবেত হয়েছিলো।
গির্জার একজন উপাসক বলেন, 'তৃতীয় এবং চতুর্থ তলায় অনেক লোক জড়ো হয়েছিলো, এসময় দ্বিতীয় তলা থেকে ধোঁয়া আসতে দেখে সবাই আতঙ্কিত হয়ে সিড়ি দিয়ে নামতে চেস্টা করে। হুড়োহুড়িতে অনেকে সিড়িতে পড়ে যায় এবং পদদলিত হয়।
গিজা, মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর, কায়রো থেকে নীল নদের ওপারে অবস্থিত। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
news24bd.tv/আজিজ