ভারতে দেশীয় স্টাম্প ও ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি গ্রেফতার

প্রতীকী ছবি

ভারতে দেশীয় স্টাম্প ও ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের স্টাম্প ও ১১টি ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মাদ মুস্তাফা এবং মোহাম্মাদ হুসেন শেখ। খবর আনন্দবাজারের

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি নাগরিকদের এজেন্ট হিসাবে কাজ করতেন।

সেখানকার ডেপুটি কমিশনার জানিয়েছেন, দিল্লির রামপাল চক এলাকায় রুটিনমাফিক তল্লাশিতে একটি বাড়ি থেকে দু’জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১১টি ভুয়া পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের জাল স্ট্যাম্পও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওই পাসপোর্টগুলি বাংলাদেশের বিভিন্ন নাগরিকের নামে তৈরি করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv/আজিজ