ভেন্টিলেটর সরিয়ে নেয়া হয়েছে, কথা বলতে পারছেন রুশদী

সংগৃহীত ছবি

ভেন্টিলেটর সরিয়ে নেয়া হয়েছে, কথা বলতে পারছেন রুশদী

অনলাইন ডেস্ক

নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার বুকারজয়ী লেখক সালমান রুশদীর অবস্থা আগের থেকে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানান, ভেন্টিলেটর সরিয়ে নেয়া হয়েছে এবং তিনি এখন কথা বলতে পারছেন।

রোববার রুশদীর মুখপাত্র অ্যান্ড্রু ওয়াইলির বরাতে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ওয়াইলি। এর আগে রুশদী একটি চোখ হারাতে পারেন বলে জানিয়েছিলেন তিনি।

যদিও তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য এখনো জানানো হয়নি।

এদিকে রুশদীর ভালো অবস্থার খবরে যেন স্বস্তি ফিরেছে লেখক ও কবি মহলে। অনেকেই টুইট করে রুশদীর জন্য শুভকামনা জানিয়েছেন। তবে ইরানের সুশীল মহল থেকে এখনও কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় হামলার শিকার হন পঁচাত্তর বছর বয়সী সালমান রুশদী। তার অবস্থা ছিল গুরুতর। 'দ্যা স্যাটানিক ভার্সেস' বইটি নিয়ে মুসলিমদের মধ্যে ক্ষোভের জের ধরে বহু বছর ধরে হত্যার হুমকির মধ্যে ছিলেন তিনি।

news24bd.tv/FA