পণ্যের নিম্নমানের অভিযোগে রাজধানীতে বেকারিকে জরিমানা

প্রতীকী ছবি

পণ্যের নিম্নমানের অভিযোগে রাজধানীতে বেকারিকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মোহাম্মদপুর এলাকায় পরিমাপে কম দেয়া এবং পণ্যের নিম্নমানের অভিযোগে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

রোববার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান। এসময় প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) এবং বিএসটিআই'র পরিদর্শক মোঃ মাছুদুল হক দায়িত্ব পালন করেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই আইন- ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারপূর্বক 'বিস্কুট, কেক ও পাউরুটি' পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করে আসছিলো মোহাম্মদীয়া বেকারি। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করে আদালত।

উল্লেখ্য, দেশজুড়ে জনসাধারণের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই এলাকায় অবস্থিত সাদেক ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া গেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

news24bd.tv/FA